'মা' তুমি মোদের গর্ব,
তোমাকেই মোরা চিরকাল ভালোবাসব। জন্মেছি মোরা তোমার কোলে,আদর-স্নেহ করেছো দান
যাহা পেয়ে মুগ্ধ মোরা ভরেছে মোদের প্রাণ।
তোমার সাহসে সাহসী মোরা,নেমেছি জীবন সংগ্রামে,
জয়ী যেন হই মা'গো মোরা তোমার আশিস দানে।
জীবনের পথ চলতে মোরা তোমারেই যেন ডাকি,
তোমার ছায়ায় শীতল মোরা শান্ত হয়েই থাকি।
তুমি মোদের হাঁটতে শেখালে,দেখালে পৃথিবীর আলো,
তুমি প্রকৃতই মহিয়সী মা তুমি জগতের আলো।
তুমি শক্তি,তুমি মুক্তি,তুমি মোদের মা;
মা যে তুমি,তাইতো তোমার নাইকো তুলনা।