নির্যাতিতা হয় বধূ আজও!
     শিশুকন্যা যায় ডাস্টবিনে;
বাল্যবিবাহ, দোরোখা একাদশী আজও!
     নারী-পুরুষ সমান, মানেন কোন জনে-
জাতি-ধর্ম-বর্ণ ভেদ আজও!
     নিখুঁত মাপক মিলবে কোনখানে-
সুখ-সম্মান বৃদ্ধির সংঘর্ষ আজও!
      আধুনিকতা পোশাকে,কুসংস্কার অন্তঃকরনে।



                     -------