স্মৃতি মানে, হোক না যতই পুরোনো কাহিনী,
তারই জালে বদ্ধ হয়ে পড়ছে তবুও ধরনী।
পরিমাপ করতে চাই যখনই মোদের সুখের পরিমান,
স্মৃতি তখন মুচড়ে ধরে, মোদের কোমল প্রাণ।
সুখ-দুঃখের স্মৃতি যতই থাকুক না জীবনে,
স্বল্প হলেও সুখের স্মৃতি কাঁদাবে ক্ষণে ক্ষণে।
সুখের স্মৃতি মোদের জীবনে দুঃখের জোয়ার আনে,
দুঃখের স্মৃতি স্মরণে মোরা সাফল্য পাই জীবনে।
সুখের ছোঁয়ায় জীবন মোদের আলস্যে যায় ভরে,
দুঃখ তখনই আছড়ে পড়ে, মোদের জীবন পরে।
আলস্য জীবন মানুষকে তখনই দুর্বল করে তোলে,
বাহুবল যখন নিঃশেষ, ভাঙা স্বপ্নের কোলাহলে।
সুখের স্মৃতিতে মোদের হৃদয় যখনই হয় ক্ষত,
দুঃখের স্মৃতি সহ্যের সীমা বর্ধিত করে তত।
সুখের পরে দুঃখ এই দুইয়ে মিলে জীবন,
উভয়ের শেষ পরিনতিতে মোদের জীবন সমাপন।