আমার চারপাশের মানুষগুলি
যদি একবার বলে,
পবন গতির মুখ ফিরিয়ে যায়
অন্য পথে চলে-

বক্ষ পাতা হবে সচল
রইবে না কো জীবের বল;
জড় বস্তুই বিরুদ্ধে যত
হবে আন্দোলন রত-

গগনেতে রবি মামা
ভাববে শুধুই উঠবে না মা,
ডাক পাঠাবে স্রষ্টারে তার
বুঝিতে সৃষ্টি মহিমা।


            --------