ভালোবাসা ভালোবাসা চিরপরিচিত এক শব্দ,
যাহা শুনিলে হাসিবে যুবক-যুবতী,কাঁদিবে বৃদ্ধা-বৃদ্ধ।
ভালোবেসে কেহ কাটান জীবন হাসি আর আনন্দে,
আবার কেহ ভালোবেসে পড়েন সুখ দুঃখের দন্দ্বে।

যারা ভালোবাসে তারা কেবলই জানে,
কাঁদিয়া মরিতে ঘরের কোনে।

পিতা ভালোবাসেন কন্যা,মাতা ভালোবাসেন পুত্র,
সময় হলেই তাঁরা বিদায় নেন,ধরিয়া জীবন মরণের সূত্র।
পিতৃ-মাতৃ হারা সন্তান যারা,ভালোবাসে তারা আঁধার,
দুঃখী নয় যারা,ভালোবাসে তারা করতে এদেরই প্রহার।

যেমন সন্তানকে ভলোবাসেন পিতা-মাতা,মাতৃভূমিকে শহীদেরা,
পাইতে পারিবে এমন ভালোবাসা পৃথিবীর প্রত্যেকে,পরস্পরের দ্বারা!