জীবন মানে বেঁচে থাকার জন্য দীর্ঘ এক সংগ্রাম,
মোরা সেই প্রয়াসে অনন্ত গতিতে ছুটিতেছি অবিরাম।
বন্ধু বেশে কেহ বা সাথে থাকে প্রতিক্ষণে,
কেহ বা একাকী স্মৃতি ফেলে হারায় নির্জনে।
এই রণক্ষেত্রে সৈনিক মোরা,করছি কেবলই সংগ্রাম,
জয়ী হতে ব্যস্ত শুধুই ভুলে জীবনের দাম।
জানি মোদের জীবনে কেহ থাকবে না চিরকাল,
তবুও মোরা ব্যর্থ সবাই ছিঁড়তে মায়ার জাল।
ভাবি,পৃথিবীটা বুঝি ময়দান,মোরা খেলছি ক্রিকেট সবাই,
আউট হলেই,গ্যালারিতে ফিরে যাব সেই আমরাই।
চাহি না কেহ পরাজয় মোরা,জয়ী হতেই চাই,
জয়-পরাজয় মিলেই জীবন কখনও বা ভুলে যাই
গভীর নিদ্রাও ভগ্ন,যখন চোখেতে স্বপ্নের ভিড়,
সেই ভিড় ঠেলে পথ চলতে কত পাঁজরেই ধরেছে চীর।
তবুও থামে না তো সংগ্রাম,চলে ভয়কে করেই জয়,
থামবে যেদিন,সেদিনও রব নির্ভীক মোরা, হবে মৃত্যুর পরাজয়।