কে বলে, শুধু অনাথ শিশু হয় বাবা-মা হারা,
মা থাকতেও, বঞ্চিত হয় আজও দুহিতারা।

পুত্র হলেই মায়ের চোখে, সবখানেতেই হিরো;
মেয়ের কর্মকান্ড যতই, নম্বর তার জিরো।

মেয়ের ত্রুটি মায়ের কাছে হয় না কভু শেষ,
ছেলের ক্ষুদ্র গুণটিও তো ফুলে ওঠে বেশ।

হাঃ! হাঃ!
ঠিক সময়ে ব্যক্ত হলে হবেই তুমি হিংসুটি!
    

                     --------