ফাগুনের প্রারম্ভে অন্তরীক্ষে-সমীরণে,
ধ্বনিত শীতের বিদায় ঘন্টী;
নিজ রূপ-রস-গন্ধ বিলায়ে সে ফিরিছে,
ধীর-মন্থর গতিতে আপন আলয়ে।
তবুও রয়ে যায় তার বেশ কিছু রেশ,
প্রত্যুষে গাঢ় কুজ্ঝটিকার সমাবেশ।
তার ক্ষুদ্র-ক্ষুদ্র কণা অশ্রু বিন্দুর ন্যায়
ঝরিত তৃণাগ্রভাগে।
চতুর্দিকে বসন্তের আগমনী নিদর্শন,
অঙ্গে মনোমুগ্ধকর হিমেল অনিল স্পর্শ;
শাখায়-শাখায় আবির্ভূত নব কিশলয়!
চাঁপা-করবীর মন মাতানো সুবাস-
বর্ণচ্ছটায় সুশোভিত শিমুল-পলাশ।
ভ্রমরের গুঞ্জন পরভৃতের কুহুতানে,
হৃদয় মম পুলকিত-
উদাসী-ব্যাকুল মন মাঝি
মেতেছে ভাটিয়ালির সুরে!
নাহি চাহি তব বিদায় তবু যেতে দিতে হয়,
অন্তঃকরণে সযতনে বেদনার ক্ষুদ্র কণা অবক্ষয়।
তোমা বর্ণময় মাধুর্য্য রবে-
নিরবে অন্তঃকরণে,
রহিব পথপানে হেরিয়া তব
নব বৎসরের প্রতীক্ষায়।