প্রকৃতি অবিরত করে চলেছে পরীক্ষা!
সে কৌতুহলী! নিরবে নিভৃতে জানতে চায়-
কার কতখানি সহনশীলতা!
তার উপর নির্ভর করে স্বচ্ছন্দে থাকতে চায়
বহুজনকাম্য অবাধ "স্বাধীনতা" ।

                ---------