পঁচিশে বৈশাখের শুভক্ষণে-
তোমা আগমন ভবে,
কে জানিত!আগামীর আহবানে-
সেই ছোট্ট রবিই বিশ্বকবি হবে!
তুমি ছিলে আত্মগোপনে,
ক্ষুদ্র বীজের মাঝে-
বৃহৎের এক অসীম সম্ভাবনা
হয়ে সকাল-সাঁঝে।
সম্ভাবনার বহিঃপ্রকাশ-
প্রথম অষ্টবর্ষে;
রবির আলোকপ্রভা বর্ষনে,
সবাই তখন হর্ষে।
সেদিন তোমা চিন্তনে-
ছিলেন বিশ্বাসী যাঁরা;
ভবে কেহ নাই আজ তাঁরা
তোমা জীবনে দুঃখ-
বেদনা কত শত!
বিশ্ববাসীর হৃদয়ে সদা
তাহাই প্রতিধ্বনিত!
তোমা উপহার-
অষ্ট হইতে অশীতি;
যাহা পঠনে নহে ক্লান্ত,
আপ্লুত বিশ্ববাসী।
তোমা তিরোধান গতে,
অতিক্রান্ত বহু বর্ষ;
তবু আজও তোমা হর্ষেই
মোদের হর্ষ।
তোমা বেদনাই-
মোদের বেদনা;
তোমা চেতনাই-
জাগায় চেতনা।
_______