আজও কান পেতে শুনি,
কত শত বীর মাতার ক্রন্দনধ্বনি!
সদা প্রতিধ্বনিত অন্তরীক্ষে বাতাসে,
একুশে ফেব্রুয়ারির নিদারুন প্রত্যুষে।

বীর মাতার বীর সন্তান যারা,
ভাষার তরে দানিল অঝোরে রক্তধারা।
সেই সকল বীর শহীদদের লাগি,
ঈশ্বরে চিরশান্তি ভিক্ষা মাগি।

সেই শিশুকাল হতে প্রথম সুচনা,
পরে কত শব্দের আনাগোনা!
নিয়ত পান করছি মাতৃসুধা যত,
ততই বাঙ্গালী মোরা গর্বিত।

এই বাংলার হরিৎক্ষেএ নদী-নালা,
আকাশে-বাতাসে সদা আনন্দমেলা।
নিঃশ্বাসে-প্রশ্বাসে,শয়নে-স্বপনে,
মাতৃভাষা সাথী মম প্রতিক্ষণে।

তবুও শিক্ষাক্ষেত্রে স্বদেশী ভাষা পরিহার করত
বিদেশী ভাষায় উচ্চশিক্ষা বিজ্ঞান অভিষিক্ত!
তাই সংশয় সদা,মনে কেবলই যে ভয়;
কভু যদি ভুলি বীর সন্তানদের জয়!

অনুভবে আজও বাড়ে হৃদস্পন্দন,
ঘটে যখন একুশের মধুর আলিঙ্গন!
পরিশোধ নাহি হবে তোমা রক্ত দাম,
করজোড়ে শ্রীচরনে তব শতকোটি প্রণাম।