সম্মুখে খোলা পুস্তকখানি
একমনে ডুবে অক্ষি প্রথম পাতায়,
কোন এক অন্ধকারের হাতছানি-
মন লয়ে যেতে চায় শেষের পাতায়;
বর্তমানকে ছেড়ে যেতে চাহে নাকো মন
তবুও কভু যেতে হয়, না শোনে বারণ।




            _______