ভালো-মন্দে পৃথিবী!ভালো-মন্দে জীবন!
কে ভালো!কে মন্দ!বলতে পারেন যিনি যেমন;
ভালো যিনি,সকলকে ভালো চোখেই দেখবেন,
কিছু মানুষ থাকেন যাঁরা শুধুই নিন্দা করবেন ।
তাঁরা জানেন ভালো-মন্দের বিচার শুধুই করতে,
বিচার কতটুকু সঠিক হল,না পারেন জানতে;
আমরা শুধুই দেখি পরকে,দেখিনা নিজেকে,
কতটুকু মন্দ!আর কতটুকু পারি শুধরে নিতে।
গুণের জন্য গুণী! খুণের জন্য খুণী!
এভাবেই,ভালো-মন্দের বিচার করতে জানি;
গুণীকে দিই মালা,খুণীকে দিই ফাঁসি,
ভাবি না!তাকে খুণী হতে আমরাই সাহায্য করেছি।
________