ওরে মন,
কেন ভাবিস সর্বক্ষণ!
যদি দুঃখ-কষ্ট না থাকিত,
কাহারও হাসি কি থামিত?
গ্রীষ্ম যদি না থাকিত,
বর্ষার মাধুর্য্য কি বাড়িত?
বাধা যদি না থাকিত,
সাফল্যের আস্বাদ কে জানিত?
শমন যদি না আসিত,
জনবিষ্ফোড়ন কে রুধিত?
অনাথ যদি না থাকিত,
পিতা-মাতার মূল্য কে বুঝিত?
ওরে! এসকলই ঈশ্বরের দান
সাদরে সকলকেই করিবি সন্মান।
_______