ঈশ্বর তো তিনিই-
      যিনি কখনও হাসেন, আবার
        কখনও বা ফাঁসেন,
      কখনও আবার নির্বাক হয়ে
          স্বীয় অশ্রুজলে ভাসেন ।
  

               ______