অজ্ঞাত রহস্য-ভেদান্তে আসিয়া ভবে;
ভুলিলাম অতীত, যাহা ছিল কল্পসবে।
তবুও কণামাত্র নিরাপত্তা পাইয়া;
রহিছিনু মাতৃক্রোড়ে, আনন্দ-চিত্ত লভিয়া।
কোথা হইতে আসিয়াছি! গন্তব্য কোথায়!
অজ্ঞাত সবই তাহা, ভুলি অবক্ষয়।
এ-হেন নিরাপত্তা আজও খুঁজি যবে;
মায়াবী এক হস্তস্পর্শ পাই অনুভবে।