কমলবাবু প্রভাতকালে গেলেন গোয়ালা বাড়ি
ফিরে এলেন লয়ে সাথে দুগ্ধ সের চারি।
গ্রামে-গ্রামে সাত সের দুগ্ধ বেচলেন খুশি ভরে
মহানন্দে লয়ে থলি মুদ্রা আনেন ঘরে-

সাথে আনেন মিষ্টান্ন ক্ষীর-মিঠাই বিপুল রাশি
চিনি দুধের কণামাত্র, কেবল ময়দার হাসি।
গিন্নি জ্বলেন তেলে-বেগুনে, ঠক মানুষ যত
এরাই আবার ভদ্র সেজে নালিশ জানায় কত!
    


                      -------