অজানা সব দুঃখ জমে
           মনের গোপন ঘরে।  
      পড়শি তাহা অতি সযতনে
         সংগ্রহ করে গোপনে-
        দু'হাতে সন্তোষ্টি ভরে
          পুষ্প বৃষ্টি করে।

                -------