প্রতিনিয়ত ক্ষত-বিক্ষত ক্লান্ত মন
মরতে মরতে আবার সতেজ হয়;
পায় আশ্বাস! নতুন ভাবে বাঁচার
এরই নাম জীবন!


            ______