মায়ের সহিত কাটানো কালে
  অনুভূতিরা কহে জ্ঞানী মোরে,
মনে লয়ে সঞ্চিত ঐ অহং
   ছাড়ি যবে মা' র গৃহকোণ;
অনুভূতিরা সহাস্যে মোরে শুধায়
   এ কোন অজ্ঞানী রে তুই! এই দুনিয়ায়!



              ______