কেবলই তোমা অন্বেষণে,
ঘুরি কতেক দেশ-দেশান্তরে;
পাই নাই তোমা কোনখানে,
তুমি আছ মোর অন্তরে।
মোর হৃদয় রুদ্ধ,
এক অদৃষ্টের বেড়াজালে;
কে আর তা ছিন্ন করে
মোরে নিষ্ক্রান্ত করতে পারে!
কোথা বা পাব তোমায়,
হারিয়েছি বা কোথায়;
স্বপ্ন হয়েই শোভমান তুমি,
কেবলই মোর উদ্ভাবনায়!