তিতাস এখনও ক্লান্ত নহে, যদিও
নিশীথের আঁধারে আবৃত-
অনেকখানি দুর্গম পথ
সে কেবলমাত্র ঈশ্বরকে সাথে লইয়াই
অতিক্রম করিয়াছে।

তবুও থামেনি তার পথ চলা;
নির্ভীক চিত্তে এখনও সে পথ হাঁটিতেছে-
ছোট্ট প্রত্যাশায়!
এই বুঝি আঁধারের বুক চিরে,
  প্রভাতের আলো ফুটিয়া উঠিবে।