দিনের নিদারুন কোলাহল থামিয়ে ধরিত্রীর বক্ষ;
নিবিড় কালো ঘন আঁধারে ভরিল চতুষ্পার্শ।
আঁধার ঠেলে হঠাৎ একটু আলোর আভা এল,
তাকিয়ে দেখি পশ্চিম আকাশে সন্ধ্যা তারার আগমন হল।
চাহিয়া আছি ওরই দিকে চুপটি করে বসিয়া,
আপন কথা গুচ্ছ সাজিয়ে বলছে মোরে হাসিয়া;
কে গো তুমি?একাকি আছ,এমন করে চেয়ে,
অশ্রুই বা ঝরছে কেন, তোমার দুটি নয়ন বেয়ে?
আমি মায়ের ছোট্ট খোকা,এটাই যে মোর গ্রাম,
মাকে হারিয়ে একাকি আমি,কাঁদছে যে মোর প্রাণ।
মা যে বিষম ক্রুদ্ধ, এই ছোট্ট খোকার উপরে,
ডাকলে সাড়া পাই না যে আর,ধরছে নাকো বাহুডোরে।
কেঁদো নাকো বন্ধু তুমি,আছি তোমার সাথী;
মায়ের খবর আনব জেনো,দেব নাকো ফাঁকি।
হঠাৎ উঠি চমকে,শুনি মায়ের চিৎকার;
কী'রে খোকা!ঘুম ভাঙল,ভোর হল যে এবার।