জলীয়বাষ্প কহে-
হালকা হওয়া চাই,
তাহলেই উপরে উঠবে ।।
মেঘ কহে-
যথাযত উষ্ণতা থাকা চাই,
আনন্দে ভেসে বেড়াবে ।।
বৃষ্টিবিন্দু কহে-
প্রয়োজনে শীতল হওয়া চাই,
তবেই-ই মাটির গন্ধ পাবে ।।
______