প্রাত্যহিক জীবনে ভুল অবশ্যম্ভাবী, এই ভুল বয়ে আনে জীবনে আমূল পরিবর্তন।
কিছু দুর্লভ বস্তু হারিয়ে যায়,আবার কখনও
তা ফিরে আসে নবরূপে।
কিঞ্চিৎ পাওয়ার আনন্দ উঁকি দেয় বেদনার
ঘন-কালো মেঘের আড়াল থেকে;
কিন্তু নিজের ভালো থাকার রিমোটটা যদি
একবার হারিয়ে যায়! ফিরে পাওয়ার প্রত্যাশার সলিল সমাধি অবশ্যম্ভাবী।