আমার দেশ ভারতবর্ষে
ধনী গরীবের বাস;
ধনীরা হন বিচারক
যখন গরীব সন্ত্রাস!
দেশে যত বহুরূপী মানুষ
মন্ত্রী হতে চায়!
তারই চেষ্টায় নির্বাচনের পূর্বে
বর্জন করেন ভয়!
পূর্বে অধিক শপথ গ্রহণ
করেন কেবল এঁরাই;
ভাবি মুহূর্তে এবার বদলাবে
এই বিক্ষুব্ধ দুনিয়াটাই!
জয়ী হয়েই বিস্তৃত চিত্তে
করেন কেবল সফর;
নির্বাক শ্রোতা! শত ধিক্কার!
আগামী ভাবনায় বিভোর!
নির্বাচিত হয়ে কেবলই গোনেন
চেক বইয়ের পাতা!
ভাবনা কি আর!খাবেন বসে,
জনগণের মাথা!
--------------