মায়ের মতো হতে চাওয়া ছেলেবেলার স্বপ্ন,
ব্যর্থ তবু হাল ছাড়ি না,যতই হোক তা ভগ্ন;
মা যে মোদের দশভূজা,কভু মুখটি করে ভার,
ফোটাতে হাসি ছুটছি মোরা,দুর্গম পারাপার।


                  _______