স্বচ্ছ নির্মল বাতাসে শ্বাস লইয়া
    উৎফুল্ল চিত্তে জীবনের সুদীর্ঘ পথ
হাঁটিতেছি-ইই!
অকস্মাৎ কাহারা আসিয়া
    আবৃত করিল মোরে,
  তাহাদিগের মলিন চাদরে!

জাগতিক মিলনতায় মলিন
    হইয়া স্বীয় অর্ন্তদৃষ্টিতে-
ধরা পড়িল চেনার মাঝে
       এক অচেনা আমি!

সময় কেবলই অপেক্ষার
  যেদিন অচেনার আমি আবার
উচৈঃস্বরে জাগিয়া কহিবে
  এই তো সেইই আমি!