আজি দিতে হবে পাড়ি, দুর্গম পথ
নাহি চাহে আঁখি পিছু ফিরিতে,

ক্লান্ত চরণ! যেন না শোনে বারণ
যদি চলিতে না পারে দুর্বার গতিতে;

তবু যেন কভু না থামে চরণ,শ্রান্ত বরণ
নাহি পারে কেহ সম্মুখে এ পথ রুধিতে।


                ______