শ্রেষ্ঠ ধনী মহাবিশ্বে রবে শুধুই 'মা'
তার সনে কি কারও কোন চলবে তুলনা!
সম্পদ এতই তার ঝুলিতে, নাই যে পরিসর
আছে শুধুই অনুমান, আর কল্পনা বিস্তর।

তারই একটি কণা পেলেই, কতই মোরা হাসি
অজান্তে লুটতরাজ হয়ে,কখন যেন ফাসি!
চাই কেবলই একটি কণা,তাতেই জীবন ধন্য
কখন যে মা নিঃস্ব হল!সবই মোদের জন্য!

ঋণের দায়ে যত সংঘাত, সাথে রয় পরিহার
ঋণ মেটাতে কর্ম করি শুধি জীবনভর ।


                 ______