ছোট্ট একটি শব্দ তুমি 'করোনা',
তোমার ভয়াবহতা কারও নেই অজানা।
একদিন হঠাৎ আভাস দিলে,সুদুর চীন থেকে,
ভয়ঙ্কর হয়েই আসছো তুমি,আমাদের এই দেশেতে।
শুনে আতঙ্কিত কিছু মানুষ মুখেতে চড়ালো মাস্ক,
তা দেখে চললো কিছু মানুষের হাসির উল্লাস।
ধীরে-ধীরে আতঙ্ক সবার মধ্যেই ছড়ালো,
চেনা মানুষও তখন,সকলের অচেনা হয়ে গেল।
হঠাৎ করেই এলে তুমি,এলে মোদের এই দেশে,
চালালে এক তাণ্ডব তোমার বাধাহীন বিদ্বেষে।
তোমার প্রকোপে কত পরিবার হারালো পরিজন,
ব্যাথা আর বেদনায় জর্জরিত সকল আপনজন।
তবুও ক্লান্তহীন তুমি,হলে না আজও ক্ষান্ত,
প্রতি মুহুর্তে ছুটে চলেছো, এপ্রান্ত-ওপ্রান্ত।
চতুষ্পার্শে হাহাকার কেবলই,চোখেতে মত্যুভয়,
সকলেরই এক সংকল্প,কিভাবে এই ভয়কে করবে জয়।
তবুও করোনা,তুমি আজও লইলে না বিদায়,এই ধরনী বক্ষ হতে,
তোমার সাথেই পথ চলা মোদের, জীবনের ঘাত-প্রতিঘাতে।।