প্রভাতকালে ভাঙিলে নিদ্রা খুলিয়া দেখি দোর,
কুসুম কাননে করিতেছে আনাগোনা কয়েকটি ভ্রমর।
অধিক পুষ্প সমাবেশে তাহারা আসিছে দলে-দলে,
তা দেখিয়া যত পুষ্প সকলই দুলিছে তালে-তালে।
ক্ষুধার্ত ভ্রমর আসিয়া কহিল,যাতনা যাহা ছিল মনে,
পুষ্প সকলই স্থির চিত্তে তাহা শুনিল অধিক যতনে।
শুনিয়া ব্যাথিত কুসুম সন্তান স্নেহে ধরিল বাহুডোরে,
নিজ আহরিত মধু যাহা ছিল,দান করিল ভ্রমরে।
ক্ষুধার নিবৃত্তি করিয়া ভ্রমর হইল প্রফুল্ল চিত্ত,
তুমি কেবলই মিত্র যে মোর,হাসি যে তাই নিত্য।
শুনিয়া তাহা ক্রন্দিত সুরে কহিল পুষ্প ভ্রমরে,
কেমনে ভাবছ,দেখা মোদের মিলিবে কাল ভোরে।
কিছু কথা বলতে যে চাই,আমিও তোমার সনে;
কাল যে আমি ঝরিয়া যাইব,থাকিব না এই ভুবনে।
তবুও আমার প্রতিশ্রুতি রইল তোমাদের কাছে,
ক্ষুধার নিবৃত্তি করিবে,মোর প্রতিনিধি যত আছে।
ভ্রমর কহিল,পুষ্প যেদিন থাকিবে না এই ভুবনে,
ঘটিবে মোদের বিনাশ,কথা শুনিবে না কেহ যতনে।