ফেলে আসা সময় আজ অতীত,
চাপা পড়েছে বেশ কিছু অধ্যায়;

ঘটেছে সংযোজন নতুন অধ্যায়ের!

যার মুখ্য চরিত্র হিসেবে নিজেকে
পরিবর্তন করে নেওয়ার নাম জীবন।



                  -------