সন্ধ্যার প্রারম্ভে উন্মুক্ত অনন্ত অন্তরীক্ষে,
যবে নিক্ষেপিত হয় বিষন্নতামুক্ত নির্লিপ্ত দৃষ্টি
ধরা পড়ে এক ঝাঁক বিহঙ্গ দৃষ্টির গোচরে;
সমস্ত দিনের কর্মব্যস্ততা ভুলে,
ফিরিছে আপন ও নীড়ে সবে মিলে।
উদাসী মন এক ছুটে মিলে যায়
বিহঙ্গ মাঝারে;
অনন্ত শূন্যে ভাসিয়া মুখরিত মননে,
পুরবী রাগিনী তানে বিভোরিত হয়;
বাধাহীন অপার আনন্দে।