শহরের ইট-কাঠ-পাথরের
মাঝে থাকা মানুষগুলো কতই না ব্যস্ত;
কখনও কর্মে, কখনও বা সংসারে, কেউ বা ভ্রমনে-
আবার কখনও বা কারও প্রিয়জন হয়ে উঠতে গিয়ে
অজান্তেই প্রয়োজন হয়ে ওঠার তাগিদে ব্যস্ত;
প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহুর্তই ব্যস্ত ;

সকল ব্যস্ততার ভিড়ে,
হারিয়ে যায় ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো

যেন আর্তনাদ করে বলতে থাকে
নিজেকে ভালো রাখার দায়িত্বটা
কেবলই নিজের !


                      ------------