পশ্চিমবঙ্গ নামটি বেশ,
লক্ষ-কোটি বেকারের দেশ।
এখানে যারাই মরে অতৃপ্ত বাসনা নিয়ে
তার অর্ধাংশই দখল বেকার লয়ে-
বেকার মানে নিদ্রাহীন রাত,
ক্ষুব্ধ হৃদয়ে জমা দীর্ঘশ্বাস;
চোরাবালির মাঝে সে এক নিদারুণ আর্তনাদ
প্রতিনিয়ত ছুটছে শ্রান্ত যারা,
ক্লান্ত পথের পথিক ওরা
পিঠেতে বাঁধা গুটিকত ডিগ্রির বাণ,
যখন আশপাশ মানবহীন শুনশান-
তবু অসহায় নির্ভীক ওরা,
নাহি মরে মন-আশ
এক স্থান হতে অন্য স্থানে চলে চিরুনি তল্লাশ
ধরেছে যে পাক অগোছালো চুলে,
আঁখিকোণে কালি ভাঁজ কপালে!
মলিন পোশাক তাও রিপু করা,
সুতলির সাপোর্টে ওয়ালেট,জুতো জোড়া;
অনাদর-অনাহারে তবু থামে না
অবিরাম পথ চলা-
আত্মীয়-পরিজন ছাড়া ওরা,সম্বল অবহেলা
চিত্ত তবুও অকুতোভয়
শূন্য মনে একরাশ জমা সংশয়
অনাকাঙ্খিত সমালোচনা জনে-জনে
পাড়ার দোকানে আর ময়দানে-
সহস্র কৌতুহলী মন, তাই
সাক্ষাৎে জবাব চাই!
কিরে!চাকুরি আর কবে হবে ভাই?
----------