এক অপরূপ সজ্জায় সজ্জিত
তুমি করিয়াছ যারে,
মানবের নিষ্ঠুরতায় কলুষিত
তাহা অনাদরে।।



          --------