খোকন ডেকে মাকে শুধায়
হিমেল ভোরে দুর্বা ডগায়;
শিশির কণা পড়ছে যখন
থাক না মা তুই আর কিছুক্ষণ!
খোকন মায়ের বাহুডোরে
কতই সুখী অক্লান্ত ভোরে;
পাখিরা যখন কূজন করে
খোকন মায়ের আঁচল পারে!
মায়ের স্নেহান্ধে বিভোল খোকন
হঠাৎ চেতন পায় সে যখন;
মা হেঁকে কয় ওরে খোকন
ভোর হল রে উঠবি কখন?
--------