না! অভিনয় পেশা কখনওই পছন্দের ছিল না,
তবুও ক্রমাগত সুদুর প্রান্ত হতে ভেসে আসে অনাকাঙ্খিত রুঢ় ধ্বনি,
অভিনয়টা তুই বেশ ভালোই রপ্ত করেছিস!
ক্ষনিকের জন্য বিস্মিত হলেও,অনতিবিলম্বে তা কোথায় যেন মিলিয়ে যায়!
হবে নাই বা কেন?
সেই শৈশব হতেই অভিনয়ে দক্ষ মানুষগুলির  সাথে বেড়ে ওঠা,
মানুষের এক স্বতন্ত্র প্রবৃত্তি অভিনয়।


                -----------