তব বেদনায় মোর আনন্দ!
            তব লাঞ্ছনায় মোর সম্মান!
            তব অতৃপ্তিতে মোর তৃপ্তি!

                এই কি, মোর সুখ!
         যাহা ক্ষণিকের তরে, কড়া নাড়ে
                মোর রুদ্ধ দ্বারে!

                এই কি মোর সুখ!
         নাকি! তব দ্বারে পড়ে পাওয়া-
            সুখ নামী এক কঠিন অসুখ!      


                      _____