কুকুর বলে ডাকে সবাই, করে অবহেলা
সাত দিনে এক মুঠো ভাত, বলে এবার পালা।

নতুন করে পেলাম আশ্রয়, খুঁজে একটু ঠাঁই,
অতীতের সেই স্মৃতি তবু, ফিরিয়ে দেয় ভাই।

এই করে ছাড়লাম বাসা, খুঁজতে গেলাম মায়া,
কোত্থাও তবু পেলাম না আর, মানবতার ছায়া।

পৌষের শেষে যখন দেখি, চারটি ফুলের মুখ,
আনন্দে আর আহ্লাদে, ফেটে যায় বুক।

হঠাৎ-হঠাৎ চিন্তে হয়, মনে লাগে ভয়,
ফুল দের জন্য কোথায় পাই? আমার জন্য নয়।

বৃষ্টির ঝড়ে রাত কেটে যায়, রোদের তাপেই দিনে,
তাই তো ভাবি ছেড়ে যাব, এ জগৎ একদিনে।

আমারও তো ইচ্ছে হয়, বাকি পশুদের মতো,
সবাই যদি আদর করে, আপন করে নিতো।

সব শেষে আমার মনে, একটি প্রশ্ন জাগে,
সব মানুষ কি এমনি হয়, দেখলে যেমন করে?