বহুদিন যায়, হয়নি দেখা, কথা ও হয় না বেশ!
তবুও তুমি হৃদয়ে থাকিবে, অনন্তের না হয় শেষ।

জল ছাড়া পদ্ম, আর প্রজাপতি বিহীন ফুল,
তোমার ছায়া ছাড়া রাতের পথ হয় দিশাহীন কুল।

তোমার স্মৃতি আলো হয়ে ছুঁয়ে যায় রাতের ঘর,
চাঁদ কেও দেখি, তবু তাতে তোমারই মুখের ত্বর।

দূরত্ব কেন বাড়ালে তুমি? জানি না তার কারণ,
অভিমান নাকি অবহেলা, নাকি অজানা এক বারণ?

তোমার ছোঁয়া মাখা স্মৃতি মনে জাগায় আশা,
জানি না, তুমি রেখেছো কি সেই ভালোবাসা।

শীত চলে, বসন্ত আসে, গরম বায়ু ঢাকে,
তবু তোমার শূন্যতা হৃদয়ে আঁকা থাকে।

যখন দিশেহারা, পাগলের মতো কূল খুঁজে না পাই,
তখন ভাবি, বাকি জীবনটা না হয় অপেক্ষায় কাটিয়ে যায়।

ওই একটি কথাই, সর্বক্ষণ মনে প্রাণে চায়,
পরকালে হলেও যেন একটি বার তোমার দেখা পায়।।