আমি ঘুমাতে চাই-
উদর পূর্ণ থাকলে
যে ঘুম আসে, সেই ঘুম।
অন্ন-বস্ত্রের সংস্থান থাকলে
যে ঘুম আসে, সেই ঘুম।
মাথার ওপর আশ্রয় থাকলে
যে ঘুম আসে, সেই ঘুম।
সন্তান-সন্ততি, স্ত্রীর মুখে হাসি থাকলে
যে ঘুম আসে, সেই ঘুম।
ঈর্ষা ভুলে সকলের সাথে সুদৃঢ় বন্ধনে
যে ঘুম আসে, সেই ঘুম।
প্রিয় ও আপনজনের সাফল্যে
যে ঘুম আসে, সেই ঘুম।
সন্তান-সন্ততি, প্রিয়জন স্বনির্ভর হয়ে
যখন ভুলবে আমারে,
আমি তখন চাই ঘুমাতে-
একেবারে... চিরতরে।