ও বউ কেমন আছো?
কে? ও মাসীমা! কেমন আছেন?
আসুন, বসুন ভিতরে।
বহুদিন পর কেউ পা রাখল
এই দুঃখিনীর দোরে।
আছি মাসীমা একরকম,
চলছে বেশ;
দিন আনি, দিন খাই,
আশা-প্রত্যাশার নেই লেশ।
ভোর হলেই হাটে ছুটি
ছোঁড়াটাকেও নিই সঙ্গে,
দু-বেলা.. দু-মুঠো খাই
যা.. লাগে অঙ্গে।
কি আর করি বলুন মাসি!
সন্দিহান হয়ে পড়েছিলাম তখন,
ঘুরেছিলাম কত দ্বার;
ভেবেছিল মোরে এক ভোগ্যবস্তু,
আত্মসাতে সব হয়েছিল তৎপর।
তিক্ততা, অবসাদে ভেঙেছিল মনোবল,
ভেবেছিলাম ঝুলে পড়ি।
পারিনি এই অবোধ বালকের তরে,
মায়ার যে বড্ড জারিজুরি।
ছোট থেকেই অবহেলিত,
পাইনি যে কারো আহ্লাদ!
চেয়েছিল ওরা একটি পুত্র সন্তান,
জীবন তাদের করেছিলাম বিষাদ।
বাবুটি মোরে করেছিলেন উদ্ধার,
সুখে-দুখে কাটছিল সংসার।
সহ্য হলো না.. পুড়লো কপাল,
হলাম আবার জনমদুঃখিনী;
কেড়ে নিল সোহাগ মোর..
আকাশের এক, অকস্মাৎ ঝলকানি।