এ দেখা নয় সে দেখা, এ দেখা
পুরানো অ্যালবামে একটু দৃষ্টি নিক্ষেপণ;
এ দেখা, মানসপটে ভেসে ওঠা
কিছু অতীত স্মৃতি বিলক্ষণ।
চোখে মুখে বয় খুশির ঝলক,
মনে পরে ছোটবেলা;
আশেপাশের মাঠে-ঘাটে
করতেম কত খেলা।
ছিল কত হরিৎক্ষেত্র, জংলাভূমি
আর গাছগাছালির সহাবস্থান;
চারিদিকে এখন চোখ মেললে
শুধু বাসস্থান আর বাসস্থান!
মনটা হয় বেজায় খারাপ
বিমর্ষ হয়ে পড়ি;
বছর কয়েক আগের স্থান
আর চিনিতে না পারি।
বাড়ীর শিশুরা করে হাসাহাসি
দেখে বাবা কাকার ছোটবেলা;
তাদের তো আর নেই মাঠ-ঘাট,
এখন এসব-ই তাদের খেলা।