ভাবতে ভাবতে কখন যে তন্ময় হয়ে যাই..
তখনি তোর কথা বড্ড মনে পড়ে।
তুই না থাকলে বুঝি..
আজকের দিনটা এমন হতনা!
সেই কলেজের দিনগুলো..
নিয়তি তখন ভালোই ছিল
তোর সাথে বন্ধুত্ব, সান্নিধ্য
বেশ সুমতি ফিরেছিল।
সহজ সরল লক্ষ্যহীন আমাকে
যেন পথ দেখিয়েছিলি,
ডিগ্রী থেকে চাকরি অবধি..
মানসপটে ভেসে ওঠে সব।
সেই একসাথে পড়াশোনা
একটু আড্ডা, একটু প্রেমের গল্পো..
না প্রেম টা আমার আর করে ওঠা হয়নি,
তুই চেষ্টা করেছিলি বটে, ভাগ্য সহায় হয়নি।
তবে অনুভব করেছি, তোদের নিবিড় সম্পর্ক
আমার মধ্যেও প্রেমানুভুতি জাগিয়েছিল।
বাড়তে দিইনি, যদি কোথাও হারিয়ে যাই!
পড়াশোনায় মন দিয়েছি,
একটা চাকরি যে অপরিহার্য।
সেই একসাথে অঙ্ক সমাধান, তুই না থাকলে
কোথায় পেতাম.. এত ডেডিকেশন!
একসাথে চলতে চলতে একদিন লক্ষ্যপূরণ।
আমার সাফল্যে চিরকাল থাকবে তোর অবদান।
____________________________
(আমার প্রিয় বন্ধু তন্ময় - কে উৎসর্গ করে)