আষাঢ়ে ভাসে প্রেমের তরী,
শ্রাবণ এলে জোয়ারে;
আষাঢ় যে মোর একলা কাটে,
পয়লা শ্রাবণ মনমরারে।
মেঘের ফাঁকে রোদের ছটা,
কভু আঁধারের ঘনঘটা।
প্রেমিক শুধায় মনের কথা,
প্রেমিকা জানায় বিরহ ব্যাথা।
মাঝ গাংঙেতে ভাসে তরী,
বারিশ ঝরে ঝিরি ঝিরি;
ছইয়ের ভিতর হামাগুড়ি,
প্রেমের কত জারিজুরি!
কখনো বর্ষন মুষলধারে
প্রেমিক-যুগল জাপটে ধরে;
ছাতার নিচে মত্ত নেশায়
অচেনা পথে বাড়ি ফেরে।
কপোত-কপোতী গাছের নিচে,
কেউবা ভেজে অঝোরধারে।
মোর ১লা শ্রাবণ একলা কাটে,
স্নানাগারের ওই সাওয়ারে।