সুয্যি যায় পাটে
এক তারাভরা রাতের আশায়..
রাত ফুরালে, সে তারা
চোখের আড়াল হয়।

দিগন্ত রাঙিয়ে
সুয্যি আবার উদয় হয়..
প্রকৃতির কিছুই যে
নিয়ম বহির্ভূত নয়।

তারও মাঝে ঘটে কিছু ঘটনা
যা সবসময় ঘটে না..
পৃথিবীর বুকে উল্কা আছড়ে পড়ে,
কিছু তারাও যে খসে পড়ে।

তারা নক্ষত্র, আছে নিজস্ব আলো
তারা উজ্জ্বল, তারা জ্যোতিষ্ক..
তাও কেন খসে পড়ে!!
তারাও কি অবসাদে ভোগে??

  
                                          
(কবিতাটি ৩৪বর্ষীয় ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরিপ্রেক্ষিতে সেই দিন ১৪.০৬.২০ তে লেখা)