নিরক্ষরেখার উভয়পাশে
দুই ক্রান্তীয় অঞ্চলে,
বায়ু হয় চঞ্চলমান
সামুদ্রিক উষ্ণতা বৃদ্ধি পেলে।
ভূভাগে যখন ঘটে
চাপের তারতম্য,
আমি হই সৃষ্টি, রাখতে
তার ভারসাম্য।
এভাবেই উৎপত্তি হই,
ঘটে আমার আগমন।
এর অন্যতম কারণ জেনো
বিশ্ব উষ্ণায়ন।।
উত্তর গোলার্ধে বাম আর
দক্ষিণে ডানে বেঁকে, হই অগ্রসর।
এরূপ বৈশিষ্ট্য আমার
আমি ঘূর্ণিঝড়।
অনেক হয় নামকরণ আমার
আমপান থেকে নিসর্গ,
অবলীলায় ধ্বংস চালাই
ভ্রুক্ষেপ করিনা বিন্দু-বিসর্গ।
দীর্ঘ সামুদ্রিক পথে
শক্তি সঞ্চয় করে,
চরম বিপর্যয় ঘটাই
উপকূলে.. আছড়ে পড়ে।
স্থলভাগের অভ্যন্তরে
দুর্বল আমি যখন,
তৈরি করি বন্যাস্থিতি
ঝরিয়ে প্রবল বর্ষণ।
শঙ্খ আর উলুধ্বনিতে,
তোমরা রোখার চেষ্টায় আমায়!
জেনো আমি প্রকৃতির দূত,
চলি তার ইশারায়।