শিশুরাসব খেলছে মাঠে
নাচছে তা ধিন ধিন..
এখনো যে জানেনা তারা
কত শর্তাধীন।
পড়াশোনা খুব করতে হবে,
প্রথম হলেই গাড়ি,
ব্যর্থ যদি হয়েছো সেথায়
তোমার সাথে আড়ি।
প্রেমিক হয়ে ঘুরলেই হবে!
চাই একটা ভালো চাকরি।
আছে বছর এক সময় হাতে, নয়তো
বাড়ীর দেখা পাত্র কিছু, একদম তৈরি।
এই মেয়ে, পছন্দ যদি করেছো বাউন্ডুলে..
দেব কান মুলে, করবো ঘর থেকে বার
অনুষ্ঠানাদি হবেনা কোন,
পাবেনা অলংকার।
সাধের বিবাহ অনুষ্ঠান!
দিয়াছ যদি মোটা পণ..
তবেই গো বাছাধন,
তুমি যে পাবে সবার মন।
প্রসব যন্ত্রণা কালেও..
জননী পায়না ছাড়,
চাই একটি সাদা ফুটফুটে ছেলে
আর সোনাভরা সংসার।
বার্ধক্যতে যে একই হার
সন্তান-সন্ততির অত্যাচার,
সহ্য সীমা পেরিয়ে গেলেও
তুমি রবে নির্বিকার।
শ্মশানে বহু শর্তাদি মেনে
মরদেহ তোলে চিতায় টেনে।
মুক্ত আত্মা পরিহাসে বলে, হে ঈশ্বর..
ভাগ্যিস ছেড়েছি এ জীবদেহ নশ্বর।